নায়িকা প্রিয়াংকা চোপড়ার বাড়িতে দেহ ব্যবসা!

নায়িকা প্রিয়াংকা চোপড়ার বাড়িতে দেহ ব্যবসা!

ছবিতে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করার জন্য বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া মিশছেন যৌনকর্মীদের সঙ্গে। ভারতের গোড়েগাওয়ের একটি যৌনপল্লীতেও গিয়েছিলেন তিনি। কিন্তু তার জানা ছিল না যে, তার ভাড়া দেয়া বাড়িতেই চলে দেহ ব্যবসা!

সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়ার বাড়ি ভাড়া নিয়ে যৌন ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে মুম্বাইয়ের ‘ক্যারিশ্মা স্পা’র দিকে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে পুলিশ উদ্ধার করেছে তিন তরুণীকে। গ্রেপ্তার করা হয়েছে ম্যানেজারকে। তবে স্পা’র মালিক মানিক সনি পলাতক রয়েছেন।

এদিকে স্পা উদ্বোধনের সময় প্রিয়াংকার মা এবং ভাই উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে প্রিয়াংকা জানিয়েছেন, স্পায়ে যৌন ব্যবসা চলার বিষয়টি জানেন না তিনি।

Source:: https://archive1.ournewsbd.net/

See also  গাইবান্ধা আবাসিক হোটেলে দেহ ব্যবসা ও জেলার ইতিহাস লাইভ ভিডিও । Gaibandha Abasik Hotel Deho Bebsa