বান্দরবানে হো‌টেল মে‌াটে‌লে চ‌লছে দেহ ব্যবসা: আটক ৫

বান্দরবানে হো‌টেল মে‌াটে‌লে চ‌লছে দেহ ব্যবসা: আটক ৫

বান্দরবানে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫ যৌনকর্মীকে আটক করা হ‌য়ে‌ছে। গতকাল মঙ্গলবার বিকালে শহ‌রে মোবাইল র্কোট পরিচালনা করা হ‌লে বান্দরবান বাজা‌রের ১ নাম্বার গলি কামাল বোডিং থেকে ৫ জন যৌনকর্মীকে আাটক করা হয়।

আটককৃতরা হল , ঢাকার শাহনাজ পারবিন (৩০), তাসলিমা (৩০) , খাগরাছড়ির জেলার লীমা (১৫), চকরিয়া থানার মো: বেলাল(৩০), ঢেমরা থানার মো:পারভেজ ভূইয়া (৩১), ঢাকার মো: সেলিম হোসেন (২৫) ।

মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুফিদুল আলম ও সহকারী কমিশনার অরুনকৃষ্ণ পালের নেতৃত্বে বিশেষ মোবাইল র্কোট পরিচালনা কা‌লে এই যৌনকর্ম‌িদের আটক করা হয় ।

বান্দরবান বাজা‌রের ১ নং গ‌লির বি-আদর্শ রেষ্টু‌রেন্টের ম্যা‌নেজার অরুন ও স্থা‌নিয় কয়েকজন অভিযোগ ক‌রে বলেন দীর্ঘদিন ধরে এই সব বো‌ডিং-‌হো‌টেল গু‌লি‌তে অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছে কিছু অসাধু হোটেল ব্যবসায়ী, তা‌দের জন্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার যুব সমাজ। স্থানীয় এলাকাবাসী ও ব্যাবসায়ীরা আ‌রো অভিযোগ ক‌রে ব‌লেন দেহ ব্যাবসার অগোচরে প্রতিদিন এই হোটেলগুলি‌তে ইয়াবা, ফেন্সিডিল, গাজাসহ বিভিন্ন মাদক দব্যের রমরমা ব্যাবসা চলে আস‌ছে।

See also  গোপালগঞ্জে আবাসিক হোটেলে দেহ ব্যবসা, পতিতা-খদ্দেরসহ গ্রেপ্তার ৫

বান্দরবান বাজা‌রের স্থ‌নীয় ব্যবসা‌য়ী‌দের অভিযোগের ভিক্তিতেই গতকাল মঙ্গলবার বিকালে হোটেল থেকে এইসব যৌনকর্মীদের আটক করা হয়।
মোবাইল র্কোট‌ের মাধ্য‌মে দন্ডবিধি ২৯১ ধারায় গণ উপদ্রব বন্ধ করার নির্দেশ ও আইন লঙ্গন করায় আই‌নের বিধি মোতাবেক তাদের প্রত্যেক”কে ১ হাজার করে জরিমানাও অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা প্রদান করা ক‌রেন এবং হোটেলে অবৈধ ব্যাবসার দায়ে কামাল বোডিং এ অনির্দিষ্টকালের জন্য সীলগালা করে দেওয়া হয় ।

Source: https://www.abnews24.com