পঞ্চগড়ে দেহ ব্যবসা আটক ৮ জন

পঞ্চগড়ে দেহ ব্যবসা আটক ৮ জন

পঞ্চগড়ে বাড়ীতে দেহ ব্যবসা ও মাদক রাখার অভিযোগে ৩ নারী সহ ৮ জনকে আটক করেছে পুলিশ। গভীর রাতে স্থানীয় জনগন বাড়ীটি ঘেরাও করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ তাৎক্ষনিকভাবে তাদের আটক করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে, পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিযনের মালাধাম নাম এলাকায়।

পঞ্চগড়ে দেহ ব্যবসা ও মাদক রাখার অভিযোগে আটক ৮ জন

 মোঃ বাবুল হোসেন পঞ্চগড় : 
পঞ্চগড়ে বাড়ীতে দেহ ব্যবসা ও মাদক রাখার অভিযোগে ৩ নারী সহ ৮ জনকে আটক করেছে পুলিশ। গভীর রাতে স্থানীয় জনগন বাড়ীটি ঘেরাও করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ তাৎক্ষনিকভাবে তাদের আটক করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে, পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিযনের মালাধাম নাম এলাকায়।
 জানা যায়, মঙ্গলবার(২৮সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১ টায় এই ঘটনাটি ঘটে। এলাকাবাসী ও পঞ্চগড় থানা সূত্রে জানা যায়, মাগুড়া ইউনিয়নের পরেশ চন্দ্র রায়(৪৩) ও তার স্ত্রী মরিয়ম আক্তার মেরি (২৩) তাদের বাড়ীতে দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকা থেকে নারী এনে তাদের দিয়ে দেহ ব্যবসা করে আসছিলো। এদিকে মরিয়ম আক্তার মেরি হিন্দু ধর্ম ত্যাগ করে খিস্ট্রার্ণ ধর্ম গ্রহন করে নাম পরিবর্তন করে।পরেশ ও মেরি নিজেদের স্বামী -স্ত্রী হিসেবে এলাকায় পরিচয় দেয়।
স্থানীয় জনগন র্দীঘদিন ধরে এ অবৈধ দেহ ব্যবসা ও লোক আনাগোনা দেখে প্রতিবাদ করে আসছিলো। তাতেও তারা  তোয়াক্কা না করে এই অবৈধ দেহব্যবসা পরিচালনা করে আসছিলো। সাথে বাড়ীতে নোশার আসরও জমাতো তারা। ঘটনার দিন ওই বাড়ীতে লোকজনের আনাগোনা দেখে স্থানীয়রা বাড়িটি ঘেরাও করে। এ সময় সেখানে শত শত লোকজন জড়ো হয়। দীর্ঘ দিনের ক্ষোভে  জনগন বিক্ষুব্ধ ও মারমুখি হয়ে ওঠে। পুলিশ তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

Source::  sokalerbangla news
See also  কিশোরগঞ্জে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসা, জরিমানায় ৮ যুগলের মুক্তি
error: Content is protected !!