গাজীপুরে রিসোর্টে দেহ ব্যবসা, ১১ তরুণ-তরুণী আটক

গাজীপুরে রিসোর্টে দেহ ব্যবসা, ১১ তরুণ-তরুণী আটক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে যেখানে সারাদেশে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সেখানে গাজীপুরের একটি রিসোর্টে চলছে রমরমা দেহ ব্যবসা।

শুক্রবার দুপুরে জয়দেবপুরের পুষ্পদাম রিসোর্টের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে তিন দালাল ও আট তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই রিসোর্টে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

Source:: https://www.daily-bangladesh.com/country/184355

 

See also  ময়মনসিংহ রমেশ সেন রোড গাঙ্গিনারপাড় পতিতালয় ও আবাসিক হোটেল দেহ ব্যবসা । Mymensingh