আবাসিক হোটেল স্বাগতম – বরিশালে হোটেলে চলছে দেহ ব্যবসা

আবাসিক হোটেল স্বাগতম – বরিশালে হোটেলে চলছে দেহ ব্যবসা

বরিশাল শহরের পোর্ট এলাকায় অবস্থিত স্বাগতম আবাসিক হোটেল। আবাসিক হোটেলের নামে পরিচিতি থাকলেও দীর্ঘদিন ধরে আড়ালে চলে আসছে অনৈতিক কাজ।

স্বাগতম আবাসিক হোটেলের নামে দিনের পর দিন চলছে এই রমরমা দেহ ব্যবসা। এখানে বেশিরভাগ ক্ষেত্রে স্কুল-কলেজ পড়ুয়া উঠতি বয়সী তরুণসহ বিভিন্ন বয়সের মানুষের আনাগোনা রয়েছে।

অভিযোগ রয়েছে ওই হোটেলের কয়েকটি রুমে রয়েছে একাধিক নারী। বিভিন্নভাবে কাস্টমারকে আকৃষ্ট করতে তারা থাকে ব্যস্ত। পছন্দ হলে চলে আর্থিক লেনদেনের দরকষাকষি।

আবাসিক হোটেলের নামে এই অবৈধ পতিতালয়ের ব্যবসার বিষয়ে স্বাগতম আবাসিক হোটেলের মালিক জানান, আমরা কয়েকজন লোকাল মেয়েকে নিয়ে এ ব্যবসা করি এ কথা সত্য। অনেক কিছুই ম্যানেজ করে এ কাজ করি। এটা করে আমরা বাড়তি কিছু টাকা পাই। নাইলে সংসার চালানো দায় হয়ে যায়। এই নিউজ না করার জন্য প্রতিবেদককে অনুরোধ করেন হোটেল মালিক সেলিম।

See also  দিনাজপুর আবাসিক হোটেল ও রেল ষ্টেশন দেহ ব্যবসা মিনি পতিতালয় সব তথ্য | Dinajpur Abasik Hotel Deh bebsa