আবাসিক হোটেলে উঠার আগে আপনার যা যা জেনে থাকা জরুরি

আবাসিক হোটেলে উঠার আগে আপনার যা যা জেনে থাকা জরুরি

আবাসিক হোটেলে উঠার আগে আপনার যা যা জেনে থাকা জরুরি::

১. আবাসিক হোটেলের রেপুটেশন কেমন সেটা দেখে নিবেন । (হোটেলের ফেসবুক পেজ, গুগল রিভিউ ইত্যাদি চেক করবেন) ।
২. আবাসিক হোটেলের কোন রেজিস্ট্রেশন আছে কিনা সেটাও দেখে নিবেন ।
৩. অযথা লোভে পড়ে কোন অপরিচিত ব্যক্তির ফ্লাটে প্রিয় মানুষকে নিয়ে উঠবেন না ।
৪. আবাসিক হোটেলের নাম দিয়ে গুগল সার্চ করে দেখে নিবেন – সেই হোটেলের নামে আগে খারাপ কোন নিউজ পাবলিস হয়েছিল কিনা ।
৫. অনেক আবাসিক হোটেলেই অসামাজিক দেহ ব্যবসা হয়ে থাকে , এইসব আবাসিক হোটেলে প্রিয়জন নিয়ে উঠবেন না । তারা বেশির ভাগ সময়ই ধান্দাবাজ হয়ে থাকে । আপনাকে বিপদে ফেলে টাকা হাতিয়ে নেয়ার ধান্দাতে থাকবে ।
৬. আবাসিক হোটেলে অবস্থান কালে কোন সমস্যার সম্মুখীন হলে সাথে সাথে ৯৯৯ এ কল করবেন ।
৭. পুলিশ ও যদি আপনার সাথে ধান্দাবাজি করার চেষ্টা করে , সেক্ষেত্রেও ৯৯৯ এ কল করে সেই পুলিশের সাহায্য নিবেন ।

আবাসিক হোটেল তথ্য গ্রুপের প্রায় ১ লাখের উপরে সদস্য, তাই সবার পোস্টের কমেন্ট গুলো সেভাবে চেক করা সম্ভব হয়না ।
কেউ বাজে কমেন্ট করলে বা আবাসিক হোটেল ছাড়া যদি নিজেদের ফ্লাটে কাপল রাখার মত কমেন্ট করে তবে সাথে সাথে সেই কমেন্ট রিপোর্ট করবেন ।

আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন

See also  নেত্রকোনা জেলার সকল আবাসিক হোটেলের নাম ঠিকানা, যোগাযোগের নাম্বার ও ভাড়ার তালিকা