হাসপাতাল ও ডায়াগনস্টিক এর আড়ালে চলছে দেহ ব্যবসা!

হাসপাতাল ও ডায়াগনস্টিক এর আড়ালে চলছে দেহ ব্যবসা!

চাঁদপুর জেলায় দেহ ব্যবসা ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে। আগে দেহ ব্যবসা হতো আবাসিক হোটেল ও বিভিন্ন বাসা বাড়িতে। এখন দেহ ব্যবসা হচ্ছে নতুন আঙ্গিকে। বিশেষ করে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারগুলো দেহ ব্যবসার আখ্রায় পরিণত হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে এসব ক্লিনিকে দেহ ব্যবসা এতোটাই বৃদ্ধি পেয়েছে যা ধরাছোঁয়ার বাইরে। বুঝার উপায় নেই এসব ক্লিনিকে দেহ ব্যবসা হচ্ছে।

সম্প্রতি এ বিষয়ে ব্যাপক অভিযোগ পাওয়া যাচ্ছে।
একাধিক সুত্রমতে জানা গেছে, শহরের প্রায় ক্লিনিকে দেহ ব্যবসা ভয়াবহ রূপ ধারন করছে। ক্লিনিকে যে দেহ ব্যবসা হয় তা কল্পনার বাইরে। ক্লিনিক এর কতিপয় মালিক ও কর্মচারীরা পতিতাদেরকে নার্স সাজিয়ে রুমের মধ্যে রোগী সেজে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। দেহ ব্যবসার মাধ্যমে অনেক ক্লিনিক মালিক রাতারাতি কোটিপতিতে পরিণত হয়েছে। ক্লিনিক মালিকরা দীর্ঘদিন যাবত এ ব্যবসা করছে। এমনকি স্থানীয় প্রশাসন বুঝতে পারে না ক্লিনিকগুলোতে দেহ ব্যবসা হয়ে থাকে।

See also  কলকাতায় যেভাবে পুরুষ বা ছেলে পতিতা ভাড়া করে মেয়েরা (রমরমা পুরুষ পতিতা ব্যবসা)

খোঁজ নিয়ে দেখা গেছে, অনেক ক্লিনিক মালিক ও রিসিভসনে থাকা কর্মচারীদের সাথে ভাসমান পতিতাদের সুসম্পর্ক রয়েছে। খদ্দের আসামাত্র ক্লিনিক মালিকেরা পতিতাদের খবর দেয়। পতিতারা এসে রুম প্রতি ৩০০/৪০০ টাকা ভাড়া নেয়। এমনকি নার্স সেজে পতিতারা দেহ ব্যবসা করে যাচ্ছে।

Source:: https://chandpurnews.com/