মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কিভাবে যাবেন ? Motijheel Govt Girls’ High School যাওয়ার উপায়

মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কিভাবে যাবেন ? Motijheel Govt Girls’ High School যাওয়ার উপায়

ঢাকা মহানগরীর ঐতিহ্যবাহী গৌরবমন্ডিত শিক্ষা প্রতিষ্ঠান মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ১৯৫৭ সাল থেকে এর পথচলা শুরু। তৎকালীন সরকারের শিক্ষা উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী ১৯৫৭ সালের ১৪ জুন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী, এদেশের কৃতি সন্তান, গণতন্ত্রের মানসপুত্র জননন্দিত নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী এই বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । ঢাকার প্রাণ কেন্দ্রে, মনোরম পরিবেশে বিদ্যালয়ের অবস্থান।

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আসার উপায়: 

যে কোনো ট্রেনে কমলাপুর রেলস্টেশন আসার পর, তারপর স্টেশনের বাইরে বের হয়ে কমলাপুর রেল স্টেশন মোড় নেমে বাম দিকে ০৫-০৭ হেঁটে যেতে পারেন বা রিকশা ভাড়া করে যেতে পারেন।

See also  বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে মিরপুর ১০,১,২,১১ যাওয়া বা আসার জন্য যে বাসে উঠবেন জেনে নিন

বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আসার উপায়: 

মিডলাইন বা বাহন পরিবহন বাস এ উঠে / গুলিস্তান পাতাল মার্কেটের সামনে থেকে ” মিডলাইন বা বাহন পরিবহন বাস এ উঠে কমলাপুর রেল স্টেশন মোড় নেমে বাম দিকে ০৫-০৭ হেঁটে যেতে পারেন বা রিকশা ভাড়া করে যেতে পারেন।