নওগাঁয় রাতভর অবৈধ শারীরিক সম্পর্ক, খদ্দেরসহ পতিতা গ্রেফতার

নওগাঁয় রাতভর অবৈধ শারীরিক সম্পর্ক, খদ্দেরসহ পতিতা গ্রেফতার

নওগাঁর সাপাহার উপজেলা সদরের এক পতিতার বাসা হতে খদ্দেরসহ ওই পতিতাকে হাতে নাতে আটকের পর পুলিশের নিকট সোপর্দ করেছে স্থানীয় সচেতন জনতারা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। সর্বোত্র চলছে আলোচনা-সমালোচনা! গত সোমবার (৬আগস্ট) দিবাগত রাতে সদরের সাপাহার সরকারি কলেজ হোস্টেলের সামনে প্রফেসর পাড়ায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা যায়, ওই মহল্লার স্বামী পরিত্যাক্ত মধ্য বয়সী ডলি নামের এক নারী বেশ কিছু দিন পূর্বে তার বাসায় একটি ছাত্রাবাস চালু করে স্কুল কলেজ পড়ুয়া বিভিন্ন শিক্ষার্থী ছেলেদের সহিত দেহ ব্যবসা করে অর্থ উপার্জন করে আসছিল। বিষয়টি জানা জানি হলে, স্থানীয় জনগণ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওই ম্যাসটি ভেঙ্গে দেয়া হলে কিছু দিন পূর্বে ওই নারী আবার বিভিন্ন আম ব্যবসায়ীদের ভাড়া দিয়ে একই কাজ করতে থাকে। এরই প্রেক্ষিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরে বসবাসকারী জৈনক নিজাম উদ্দীনের যুবক পুত্র গোলাপ ওই পতিতার বাসাতে গিয়ে তার সাথে অবৈধ শারীরিক ভাবে মেলামেশা করে। এসময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ওই নারীর বাসার দরজায় বাহির হতে সিটকিনী এঁটে দেয় এবং সারা রাতভর তাদের পাহারা দিয়ে থাকে। সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান আকবর আলী তার পরিষদ বর্গদের নিয়ে ঘটনা স্থলে গিয়ে শত শত লোকজনের সামনে তাদের দাঁড় করিয়ে জিঙ্গাসাবাদ করলে তারা রাতে তাদের অবৈধ শারীরিক সম্পর্কের কথা অকপটে স্বীকার করেন। এর পর চেয়ারম্যান বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনা স্থল হতে ওই পতিতা ডলি ও তার খদ্দের গোলাপকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়। এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ এর সাথে কথা বললে তিনি জেলার মিটিংএ থাকায় কোন মন্তব্য জানা যায়নি। পরে সাপাহার থানার এসআই আমিনুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, উক্ত ঘটনায় ২৯০ ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

See also  মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফ্লাট বাসায় রমরমা দেহ ব্যবসা

Source: https://www.dhakarnews24.com/