গাজীপুর কালিয়াকৈরে রিসোর্টের নামে অসামাজিক দেহ ব্যবসা কার্যকলাপ

গাজীপুর কালিয়াকৈরে রিসোর্টের নামে অসামাজিক দেহ ব্যবসা কার্যকলাপ

গত কয়েক বছর যাবত রিসোর্টের নামে অবৈধভাবে পতিতালয় বানিয়ে রমরমা ব্যবসা করে আসছে তুরাগ ওয়াটার ফ্রন্ট নামে এক রির্সোট।

বিষয়টি এলাকাবাসী শুক্রবার বিকেলে অবৈধ তুরাগ ওয়াটার ফ্রন্ট রিসোর্ট বন্ধ করতে গেলে শাহীন আলমগীরের লোকজন এলোপাথারী ভাবে পিটিয়ে দুইজনকে আহত করে। এরই প্রেক্ষিতে শনিবার বিকেলে অবৈধ রিসোর্ট বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

এ সময় বক্তব্য রাখেন, আবুল কাশেম, মাসুদ রানা, রেজাউল ,সামিরা সুলতানা, এহসানুল হক, নেহাস মৌলভী, রহম বেপারী, নাসরিন আক্তার, নার্গিস আক্তার, শফিকুর রহমান, মমতাজ বেগম, ফাহমিদা আক্তার ,রিফা আক্তার সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা।

Source:: lakhokantho news

See also  নওগাঁয় রাতভর অবৈধ শারীরিক সম্পর্ক, খদ্দেরসহ পতিতা গ্রেফতার