কিশোরগঞ্জ আবাসিক হোটেলের আড়ালে রামরমা দেহ ব্যবসা

কিশোরগঞ্জ আবাসিক হোটেলের আড়ালে রামরমা দেহ ব্যবসা

কিশোরগঞ্জ শহরের বড়বাজার এলাকার অভিজাত আবাসিক হোটেল ক্যাসেল সালামে অসামাজিক কার্যকলাপের দায়ে আটক ৮ যুগলকে অর্থদণ্ড আদায়ের পর ছেড়ে দেয়া হয়েছে। সোমবার (৬ মে) রাতে কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১৬ জনের প্রত্যেককে বিভিন্ন অংকের অর্থদণ্ড প্রদান করেন। পরে অর্থদণ্ড আদায়ের পর তাদের সবাইকে ছেড়ে দেয়া হয়।

 

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।এর আগে সোমবার (৬ মে) সন্ধ্যার আগে শহরের বড়বাজার এলাকার অভিজাত আবাসিক হোটেল ক্যাসেল সালামে অভিযান চালায় কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ। অভিযানে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে ৮ তরুণ এবং ৮ তরুণীকে আটক করা হয়।

See also  বান্দরবানের যেসব আবাসিক হোটেলে পতিতা দিয়ে দেহ ব্যবসা হয় জেনে নিন । Bandarban Deh Bebsa

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক জানান, অভিযানের সময় যাদের আটক করা হয়েছিল, প্রত্যেকেই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অভিযানের আগে তারা বুঝতেই পারেননি যে, আবাসিকের আড়ালে হোটেলটিতে এমন অসামাজিক কার্যকলাপ চলছিল। আবাসিক হোটেলে এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি জানান।

Source:: http://bartabazar.com/archives/17940