কলকাতার সল্টলেকে দেহ ব্যবসা

সল্টলেকের বুকে কয়েক মাস ধরে রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা। তিন তলা বাড়ির গোটাটাই জুড়ে চলছিল এই মধুচক্র।

সল্টলেকের বুকে কয়েক মাস ধরে রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা। তিন তলা বাড়ির গোটাটাই জুড়ে চলছিল এই মধুচক্র। অথচ পাশে থেকেও টের পাননি বাড়ির মালিক। সিএল ব্লকের লোকজন জানতেন ৬০ নম্বর ওই বাড়িতে গেস্ট হাউস আছে। সেই সূত্রেই দিনে রাতে বাইরের লোক জনের যাতায়াত।

সিআইডির গোয়েন্দাদের দাবি, সিএল ব্লকের ৬০ নম্বর বাড়িতে বেশ কয়েকমাস ধরে এই কারবার চলছে, গ্রিন শেল্টার গেস্ট হাউসের আড়ালে। এর আগে একটি নাবালিকা পাচারের তদন্তে প্রথম উঠে আসে এই গেস্ট হাউসের নাম। সেই সূত্র ধরেই তদন্তকারীরা জানতে পারেন, ওই গেস্ট হাউসে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নাবালিকাদের নিয়ে আসা হত।

 

See also  মানিকগঞ্জ আবাসিক হোটেল নাকি পতিতালয় দেহ ব্যবসা । নামকরনের ইতিহাস । Manikjganj Deh Hotel vara