Sher-E-Bangla Nagar Govt. Girls’ High School কিভাবে আসবেন ? শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যাওয়ার উপায়

Sher-E-Bangla Nagar Govt. Girls’ High School কিভাবে আসবেন ? শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যাওয়ার উপায়

শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, স্থাপিত হয় ১৯৭০ সালে। শেরে বাংলা নগরে অবস্থিত। প্রথমে প্রতিষ্ঠানটির নাম ছিল নারী শিক্ষা মন্দির। যার প্রতিষ্ঠাতা ছিলেন লীলা নাগ। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এমএ ডিগ্রীধারী।। ইতিহাসে এরূপ তথ্যও রয়েছে যে বিনা বিচারে আটক প্রথম নারী রাজবন্দী ছিলেন লীলা নাগ। তিনি ১৯৭০-এ মারা যান। পরবর্তীতে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রাখা হয়।

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আসার উপায়: 

রেলস্টেশন নেমে ওভারব্রীজ পার হয়ে‌ বাস স্টপে এসে মিরপুর-১০, আগারগাঁওগামী বাসে উঠবেন এবং আগারগাঁও/বিজয়শরণী মেট্রোরেল স্টেশনের মেট্রোরেল স্টেশনের সামনে নামবেন। সেখান থেকে হেটে যাওয়ার পথ এই কলেজ । বাসের নাম: আয়াত , ভাড়া: ৩০ টাকা ।

See also  কিভাবে ইডেন মহিলা কলেজে আসবেন? Eden Women college Azimpur Dhaka আসার উপায়

বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আসার উপায়: 

বিমানবন্দর রেলস্টেশন নেমে ওভারব্রীজ পার হয়ে‌ বিমানবন্দর বাস স্টপে এসে মিরপুরগামী বাসে উঠবেন, এবং মিরপুর-১০ গোলচত্বরে নামবেন । সেখান থেকে আবার আয়াত, মেট্রো সুপারলিংক, বিকল্প ইত্যাদি বাসে বিজয়শরণী মেট্রোরেল স্টেশনের সামনে নামবেন ।

বিমানবন্দর থেকে মিরপুর-১০ বাসের নাম: প্রজাপতি, পরিস্থান ।

গাবতলী/টেকনিক্যাল বাস টার্মিনাল থেকে যাওয়ার উপায়

গাবতলি টেকনিক্যাল থেকে অনেক বাস পাবেন যেগুলো আগারগাঁও রুটে যায় , আগারগাঁও/বিজয়শরণী মেট্রোরেল স্টেশনের মেট্রোরেল স্টেশনের সামনে নামবেন। সেখান থেকে হেটে যাওয়ার পথ এই কলেজ ।

ধন্যবাদ সবাইকে ।