Mohammadpur Government Model School and College কিভাবে আসবেন ? সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ যাওয়ার উপায়

Mohammadpur Government Model School and College কিভাবে আসবেন ? সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ যাওয়ার উপায়

সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের ঢাকাতে অবস্থিত একটি পাবলিক সহ-শিক্ষাপ্রতিষ্ঠান (তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত)। এটির ধারণক্ষমতা ৩,৯৬০ জন এবং এখানে বর্তমানে ৩,৫০০ এর অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ  আসার উপায়: 

রেলস্টেশন নেমে ওভারব্রীজ পার হয়ে‌ বাস স্টপে এসে নিউমার্কেট, গাবতলী,সাভার, টেকনিক্যাল গামী বাসে উঠবেন এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ গেটে নামবেন । সেটার ঠিক অপজিটে এই প্রতিষ্ঠান ।

বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ আসার উপায়: 

বিমানবন্দর রেলস্টেশন নেমে ওভারব্রীজ পার হয়ে‌ বিমানবন্দর বাস স্টপে এসে মোহাম্মদপুরগামী বাসে উঠবেন, এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ গেটে নামবেন । সেটার ঠিক অপজিটে এই প্রতিষ্ঠান ।

বাসের নাম: প্রজাপতি, পরিস্থান ।

গাবতলী/টেকনিক্যাল বাস টার্মিনাল থেকে যাওয়ার উপায়

গাবতলি টেকনিক্যাল থেকে অনেক বাস পাবেন যেগুলো সদরঘাট ও গুলিস্থান রুটে যায় , আপনি চাইলে ধামরাই-সাভার পরিবহন, মৌমিতা , ট্রান্সসিলভা ইত্যাদি বাসে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ গেটে নামবেন । সেটার ঠিক অপজিটে এই প্রতিষ্ঠান ।

ধন্যবাদ সবাইকে ।

See also  কিভাবে ইডেন মহিলা কলেজে আসবেন? Eden Women college Azimpur Dhaka আসার উপায়