Dr. Mahbubur Rahman Mollah College, Jatrabari কিভাবে যেতে হয় ডা মাহবুবুর রহমান মোল্লা কলেজ ডেমরা যাত্রাবাড়ি

Dr. Mahbubur Rahman Mollah College, Jatrabari কিভাবে যেতে হয় ডা মাহবুবুর রহমান মোল্লা কলেজ ডেমরা যাত্রাবাড়ি

Location on map https://maps.app.goo.gl/SMM3G8zj5BNyV73P8

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ডা মাহবুবুর রহমান মোল্লা কলেজ আসার উপায়: 

রেলস্টেশনের বাইরে এসে রামপুরা গামী যেকোন বাসে উঠবেন , কলেজের সামনে দিয়েই বাস যাবে।

বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ডা মাহবুবুর রহমান মোল্লা কলেজ আসার উপায়: 

বিমানবন্দর রেলস্টেশন নেমে ওভারব্রীজ পার হয়ে‌ বিমানবন্দর বাস স্টপে এসে আপনি চাইলে আসমানি বাসে উঠে ডেমরা আসবেন ৭০ টাকা ভাড়া নিবে । ডেমরা থেকে অটো বা রিকসা করেই এই কলেজে যেতে পারবেন ।

গাবতলী/টেকনিক্যাল বাস টার্মিনাল থেকে যাওয়ার উপায়

গাবতলি টেকনিক্যাল থেকে অনেক বাস পাবেন যেগুলো আজিমপুর, নীলখেত রুটে যায় , আপনি চাইলে ধামরাই-সাভার পরিবহন, মৌমিতা , ট্রান্সসিলভা উঠে শনির আখড়া ব্রীজের পকেট গেইটের সামনে নামবেন। এরপর ব্রীজ থেকে নেমে কোনাপাড়া যায় এমন অটোতে উঠে বলবেন আপনাকে মোল্লা ব্রিজ নামিয়ে দিতে। কলেজটা ওখানেই অবস্থিত। অটো আপনাকে ব্রীজের এপারে নামিয়ে দিবে। আর কলেজটা বড় রাস্তার ওপারে অবস্থিত। ওখান থেকেই দেখতেই পাবেন লাল রং করা বিশাল বিল্ডিং ।

হাজার হাজার বাস পাবেন ।

আজিমপুর বা নিউ মার্কেট থেকে যাওয়ার উপায়

১… প্রথমে ঠিকানা বা মৌমিতা বাসে করে শনির আখড়া ব্রীজের পকেট গেইটের সামনে নামবেন। এরপর ব্রীজ থেকে নেমে কোনাপাড়া যায় এমন অটোতে উঠে বলবেন আপনাকে মোল্লা ব্রিজ নামিয়ে দিতে। কলেজটা ওখানেই অবস্থিত। অটো আপনাকে ব্রীজের এপারে নামিয়ে দিবে। আর কলেজটা বড় রাস্তার ওপারে অবস্থিত। ওখান থেকেই দেখতেই পাবেন লাল রং করা বিশাল বিল্ডিং ।

২. প্রথমে ওখান থেকে যেকোন বাসে গুলিস্তান আসতে পারেন। এরপর গুলিস্তান থেকে ডেমরাগামী আসিয়ান, গ্লোরী বা গাউছিয়া পরিবহন বাসে উঠবেন। এগুলো সব টিকেট সার্ভিস বাস। কাউন্টার থেকে ডেমরার টিকেট কাটবেন। ভাড়া ৩০ টাকা রাখবে। এই বাসও মোল্লা কলেজের সামনে দিয়েই যাবে।

See also  সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় কিভাবে যাবেন? Siddheswari Girls' High School যাওয়ার উপায়