ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচি ও ভাড়াসহ টিকিট (Dhaka to Cox’s Bazar Train Schedule)

ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচি ও ভাড়াসহ টিকিট (Dhaka to Cox’s Bazar Train Schedule)

ঢাকা-কক্সবাজার ট্রেনের সময়সূচি ও ভাড়া তালিকা জেনে নিন 
  1.  কক্সবাজার এক্সপ্রেস ট্রেন: ঢাকা থেকে ছাড়ে রাত ১০:৩০ মিনিটে এবং কক্সবাজার বাজার পৌছে ভোর ৭:২০ মিনিটে ।
ভাড়ার তালিকা: 
  • Shovon Chair: 695 tk
  • Snigdha: 1325 tk
ঢাকার ট্রেনটি (৮১৪) রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে ভোর ৭টা ২০ মিনিটে কক্সবাজারে পৌঁছবে। ফিরতি পথে বেলা ১২.৩০ টায় কক্সবাজার থেকে ছেড়ে রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছবে। সময় লাগবে ৮ ঘণ্টা ৪০ মিনিট। ট্রেনটি শুধু চট্টগ্রাম স্টেশনে ৩০ মিনিটের যাত্রাবিরতি দেবে।

ঢাকা-কক্সবাজার আন্তঃনগরে কোচ থাকবে ১৮টি। আসন থাকবে দিনের বেলায় ৮২৪টি, রাতে ৭৭৯টি। অন্তত ২০ শতাংশ আসন চট্টগ্রামের যাত্রীদের জন্য বরাদ্দ থাকবে।

চট্টগ্রাম-কক্সবাজার রুটের আন্তঃনগর ট্রেনটি ষোলশহর, জালানীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজরা ও রামু স্টেশনে যাত্রাবিরতি দিয়ে কক্সবাজারে যাত্রী পরিবহন করবে। চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেনটির রেকে মোট কোচ সংখ্যা হবে ১২টি। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত আন্তঃনগর ট্রেনের যাত্রীরা সকালে গিয়ে রাতেই চট্টগ্রামে ফিরতে পারবেন।

 

See also  SUNDARBAN EXPRESS new Time table (সুন্দরবন এক্সপ্রেস) ট্রেনের নতুন সময়সূচি সকল স্টেশনসহ