কমলাপুর – মিরপুর যাওয়ার বাসের নাম, ভাড়াসহ সময় জেনে নিন

কমলাপুর – মিরপুর যাওয়ার বাসের নাম, ভাড়াসহ সময় জেনে নিন

মিরপুর-১০: কমলাপুর স্টেশন থেকে বের হয়ে দেখবেন ‘আয়াত’ বাস আছে। অথবা কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে ‘আয়াত’ বাস। আয়াত বাসে করে মিরপুর চলে আসবেন। ৩০ বা ৩৫ টাকা ভাড়া নিবে। এক বাসেই মিরপুর। বাস বদলের কোনো ঝামেলা নেই।

আমার মিরপুর যেতে হলে আমি ‘আয়াত’ বাসে করে চলে যাই। তবে রাস্তায় খুব জ্যাম থাকে। কমলাপুর থেকে আপনার মিরপুর-১০ যেতে কমপক্ষে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে।

মিরপুর-১: কমলাপুর থেকে বাহন ও মাইলাইন বাস সরাসরি মিরপুর ১ যায়। এছাড়া আপনি মতিঝিল এসে ট্রান্স সিলভা বাসে মিরপুর ১ যেতে পারবেন।

আরও বিকল্প চাইলে সরাসরি শাহবাগ চলে আসতে পারেন কমলাপুর থেকে (মিডলাইন বাস)। এখান থেকে মিরপুর ১ যাবার জন্য ৭ নং, ৮ নং, দিশারী সহ আরও অনেক বাস পাবেন।

See also  Armanitola Govt High School কিভাবে আসবেন ? আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় যাওয়ার উপায়