সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় কিভাবে যাবেন? Siddheswari Girls’ High School যাওয়ার উপায়
সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় ঢাকার অন্যতম পুরোনো বিদ্যালয়। ১৯৩৩ সালে এটি রাজধানীর কেন্দ্রস্থলে রমনায় প্রতিষ্ঠিত হয়।
ঠিকানা | |
---|---|
৩০ নং নিউ বেইলি রোড
রমনা,ঢাকা,১২১৭
বাংলাদেশ
|
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় আসার উপায়:
যে কোনো ট্রেনে কমলাপুর রেলস্টেশন আসার পর, তারপর স্টেশনের বাইরে বের হয়ে মগবাজার ওয়ালেস মোড়ের জন্য বাসে উঠবেন । ভিক্টর, আজমেরি গ্লোরি, অছিম পরিবহনের বাসে উঠে ওয়ারলেস মোরে নামবেন, তারপর অল্প একটু হাটলেই বা কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে ।
বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় আসার উপায়:
রেলস্টেশন আসার পর, তারপর স্টেশনের বাইরে বের হয়ে মগবাজার ওয়ালেস মোড়ের জন্য বাসে উঠবেন । ভিক্টর, আজমেরি গ্লোরি, অছিম পরিবহনের বাসে উঠে ওয়ারলেস মোরে নামবেন, তারপর অল্প একটু হাটলেই বা কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে ।