রাজশাহী নগরী সিটি বাস: ভাড়া, সময়, রুট, সিডিউল ও বিস্তারিত দেখুন
রাজশাহী নগরীতে ২৯ আগস্ট ২০২২ তারিখ থেকে নতুন করে শুধুমাত্র নগরীর জন্য সিটি বাস সার্ভিস চালু করা হয়েছে এর জন্য একটি সময় ও শিডিউল তৈরি করা হয়েছে। সিটি বাসগুলো ভোর ছয়টা থেকে রাত ১১ টা পর্যন্ত নগরীর নির্দিষ্ট পয়েন্টগুলো থেকে ছেড়ে যাবে।
রাজশাহী সিটি বাসের রুট
নগরীতে নতুন সিটি বাসগুলো কে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে প্রথমদিকে বলা হয় সিটি বাস ০১ এবং দ্বিতীয় টি কে বলা হয় সিটি বাস ০২।
এক নাম্বার সিটি বাসটি কাটাখালি থেকে ছেড়ে বাজার হয়ে রাজশাহী কোট স্টেশন পর্যন্ত সার্ভিস প্রদান করবে ।
দুই নাম্বার সিটি বাসটি রাজশাহী নওহাটা থেকে ছেড়ে এসে রেল স্টেশন হয় রাজশাহী কোট স্টেশন পর্যন্ত চলাচল করবে।
নীচের ছবিতে প্রতিটি বাসের রুট পারমিট
রাজশাহী সিটি বাস ভাড়া
রাজশাহী সিটি করপোরেশনের সিটি বাস ভাড়া আজ অনুমোদন পেয়েছে। শীঘ্রই এই পোস্টে ভাড়া তালিকা প্রকাশ করতে যাচ্ছে। সুতরাং, বিস্তারিত দেখতে আপনাকে আবার এই সাইটে যেতে হবে। যেহেতু অটোরিকশা ওয়ালাদের ভাড়া বৃদ্ধির কারণে রাজশাহী মহানগরীতে সিটি বাস সার্ভিস চালু হয়েছে তাই বলা যায় তুলনামূলক বাস ভাড়া কিছুটা কম হবে। রাজশাহী মহানগরী সিটি বাস ভাড়া দেখতে এখানে ক্লিক করুন