মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইন্সটিটিউট, মিরপুর-১০ কিভাবে যাবেন , ভাড়াসহ বিস্তারিত (Mirpur Girl’s Ideal laboratory Institute)

মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইন্সটিটিউট, মিরপুর-১০ কিভাবে যাবেন , ভাড়াসহ বিস্তারিত (Mirpur Girls laboratory Institute)

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইন্সটিটিউট, মিরপুর-১০ আসার উপায়: 

সবচেয়ে সহজ হবে যে কোনো ট্রেনে উঠে কমলাপুর রেলস্টেশন আসলে, স্টেশনের বাইরে বের হয়েই আয়াত বাসে সরাসরি মিরপুর ১০ নাম্বার আসতে পারবেন । ভাড়া লাগবে মাত্র ৩০ টাকা । মিরপুর গোলচত্বরে নেমে হেটেই এই কলেজে আসতে পারবেন ।

বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইন্সটিটিউট, মিরপুর-১০ আসার উপায়: 

বিমানবন্দর রেলস্টেশন নেমে ওভারব্রীজ পার হয়ে‌ বিমানবন্দর বাস স্টপে এসে প্রজাপতি,পরিস্থান বাসে উঠবেন । ভাড়া লাগবে ৩০ টাকা । আপনি একেবারে গোলচত্বর এসে নামবেন । সেখান থেকে হেটেই এই প্রতিষ্ঠানে আসতে পারবেন ।

গাবতলী/টেকনিক্যাল বাস টার্মিনাল থেকে যাওয়ার উপায়

গাবতলি টেকনিক্যাল থেকে অনেক বাস পাবেন যেগুলো মিরপুর ১০ যায়। মিরপুর ১০ গোলচত্বর নেমেই রিকশা বা হেটেই এই কলেজে যেতে পারবেন‌।

See also  Sher-E-Bangla Government Boys' High School and College কিভাবে আসবেন ? শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় যাওয়ার উপায়