বগুড়ায় আবাসিক হোটেলে আপত্তিকর অবস্থায় গ্রেফতার ৩৮ জন (ভিডিও সহ)

বগুড়ায় আবাসিক হোটেলে আপত্তিকর অবস্থায় গ্রেফতার ৩৮ জন (ভিডিও সহ)

বগুড়ায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।

 

বগুড়া সদর থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। সদর থানা পুলিশের কয়েকটি টিম শহরের সাতমাথা, মাটিডালি, চারমাথা ও তিনমাথা এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় ৩৮ জন নারী-পুরুষকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়।

See also  চাঁপাইনবাবগঞ্জ আবাসিক হোটেল দেহ ব্যবসা,নামের ইতিহাস ও রহনপুর মিনি পতিতালয় | Chapainawabganj Abasik

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১৫ জন নারী ও ২৩ জন পুরুষ রয়েছেন। তাদের বাড়ি বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, ফেনী, নেত্রকোনা, ভোলা, টাঙ্গাইল, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, নওগাঁ, দিনাজপুর, বরিশাল ও নাটোর জেলায়।

 

ওসি সেলিম রেজা জানান, গ্রেফতার সবার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয় বলেও জানান তিনি।