পুরুষ শরীরে কিসের খোঁজে পাগল হয়ে যায় মেয়েরা!

পুরুষ শরীরে কিসের খোঁজে পাগল হয়ে যায় মেয়েরা!

পুরুষের শরীরে কি খোঁজে জিনিস মেয়েরা জানলে অবাক হয়ে যাবেন ?

এতদিন নারীর শরীর কেমন হলে তা আকর্ষণ করবে পুরুষকে তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা হয়েছে নানা মহলে৷ শিল্পীরা নিজের তুলিতে পুরুষের মনের মতো করে এঁকেছেন নারীকে৷ এবার পালা পুরুষের শরীরের আকর্ষণ খোঁজার৷ নারীরা পুরুষের কোন অঙ্গের প্রতি আকৃষ্ট হয় তা খতিয়ে দেখা যাক৷ ১০০ জন নারীর ওপর পরীক্ষা করে জানা গিয়েছে পুরুষের কোন অঙ্গ আকর্ষণ করে তাদের৷

পুরুষ শরীরে কিসের খোঁজে পাগল হয়ে যায় মেয়েরা!

নারীর শরীর পুরুষের কাছে বরাবরই আকর্ষণীয়। নারী শরীরের রহস্য নিয়ে জল্পনা রয়েছে নানা মহলে। কিন্তু কখনও ভেবেছেন কি, পুরুষদের কি কি শারীরিক গুণে আকৃষ্ট হয় মেয়েরা। শুধু ব্যক্তিত্ব বা কর্তব্যগুণ নয়, পুরুষদেরও কিছু শারীরিক বৈশিষ্ট্য চুম্বকের মত টানে মেয়েদের। ১০০ জন নারীর ওপর পরীক্ষা করে জানা গিয়েছে পুরুষদের কোন অঙ্গ তাদের আকর্ষণ করে। আসুন জেনে নেওয়া যাক,

১. চওড়া কাঁধ:
অধিকাংশ নারী পুরুষদের চওড়া কাঁধ বেশি পছন্দ করেন। পুরুষকে সাধরণত নারীরা নিজেদের মানসিক অবলম্বন হিসাবেই পেতে চায়। আর চওড়া কাঁধ মহিলাদের মধ্যে সেই ভাবনাকে আরও মজবুত করে, এমনটাই মনে করেন মনোবিদরা। তাই অবচেতনে নারীর মন ছোটে পুরুষের চওড়া কাঁধের দিকে।

২. চওড়া বক্ষ:
পুরুষদের আকর্ষণীয় অঙ্গের মধ্যে আরেকটি হল তাদের চওড়া বক্ষ। কিন্তু বক্ষ চওড়া করতে জিমে গিয়ে খুব একটা লাভ হয় না। কারন এই ধরনের পুরুষদের দেহ নয় বরং যাদের প্রকৃতিগত ভাবেই চওড়া বক্ষ রয়েছে, তাদেরই পছন্দ করেন নারীরা। এছাড়া চওড়া বক্ষের অধিকারী, পুরুষদের শরীরের ঘামের ফোঁটা অনেক বেশি আকর্ষণ করে অধিকাংশ নারীকে

৩. আকর্ষণীয় পেশী:
পেশীবহুল পুরুষ সবসময়ই প্রিয় মহিলাদের কাছে। তবে কৃত্রিমভাবে তৈরি করা অস্বাভাবিক পেশী অনেক নারীই অপছন্দ করেন। যখন পুরুষের পেশীবহুল বাহু টি-শার্টের মধ্য দিয়ে ফুটে ওঠে অনেক নারীর চোখই আটকে যায়। তবে পেশী না থাকলেও সেই পুরুষদের অপছন্দ করেন না নারীরা

See also  বাংলাদেশিদের জন্য কোন দেশের ভিসা ফি কত এবং কোন দেশে ফ্রি ভিসা জেনে নিন

৪. সুমিষ্ট রসালো ঠোঁট:
ঠোঁট যে শুধু নারীরই আকর্ষণীয় হয়ে থাকে, তা কিন্তু নয়। পুরুষের ঠোঁটও আকর্ষণীয় আর সুমিষ্ট হতে পারে বলে জানিয়েছেন অনেক নারী। তবে বেশিরভাগ নারীই পাতলা ঠোঁটের অধিকারী পুরুষদের বেশি পছন্দ করেন। ধূমপান না করা ঠোঁটই মেয়েদের প্রথম পছন্দ। আবার এর উল্টোটাও দেখা যায়।

 

৫. জিহ্বা: পুরুষদের অঙ্গ নিয়ে নারীদের পছন্দের তালিকায় জিহ্বাও রয়েছে। আবেগঘন চুম্বনে বা শারীরিক মিলনের সময়ে জিহ্বার ভূমিকা অসাধারণ। তাই নারীদের অনেকেই পুরুষের এই জিহ্বাকে বেশ পছন্দ করে থাকেন।

৭. আকর্ষণীয় কোমর:
নারীদের কোমর সৌন্দর্যের পাশাপাশি পুরুষের কোমরের সৌন্দর্য কাছে টানে মেয়েদের। শরীরের সঙ্গে কোমর বেমানান হলে মেয়েরা পছন্দ করে না। কোমরের স্বাস্থ্য বেশি মেদযুক্তও না হলেও খুব কম মেদের কোমরও নারীরা পছন্দ করেন না।

 

৮. স্বাস্থ্যকর যৌনাঙ্গ:
স্বাভাবিকভাবেই নারীদের পছন্দের সবচেয়ে আকর্ষণীয় পুরুষদের অঙ্গ হল স্বাস্থ্যকর যৌনাঙ্গ। খুব বড় মাপের না হলেও পুরুষদের যৌনাঙ্গ স্বাস্থ্যকর ও মোটা হোক, যাতে শরীরে নিয়ে চূড়ান্ত আরাম পাওয়া যায়, এমনটা চান সব মেয়েরাই।