নাটোরে আবাসিক হোটেলে খদ্দেরসহ পতিতা আটক

নাটোরে আবাসিক হোটেলে খদ্দেরসহ পতিতা আটক

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার আল আমিন আবাসিক হোটেল থেকে খদ্দেরসহ এক পতিতাকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো-উপজেলার বনপাড়া মহল্লার মৃত কলিমউদ্দিন পাঠানের ছেলে আবুল কালাম আযাদ (৩৫) ও চর নটাবাড়িয়া গ্রামের ফজল ইসলামের মেয়ে নাজমা খাতুন (৩০)। স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ বনপাড়া পৌর ভবন সংলগ্ন আল আমিন আবাসিক হোটেলে মালিকপক্ষ অবৈধভাবে দেহ-ব্যবসা চালিয়ে আসছিল। রবিবার দুপুরে স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে হোটেলে অভিযান চালিয়ে নাজমা ও আবুল কালাম আযাদকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।

বনপাড়া পুলিশ ফাঁড়ির এস আই দয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের নামে মামলা দিয়ে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

See also  জামালপুর আবাসিক হোটেল দেহ ব্যবসা পরিচিতি । Jamalpur Deh Bebsa

Source: http://www.pnsnews24.com/news/towns/54973