দিনাজপুর শহরের আবাসিক হোটেলে দিন-দুপুরে দেহ ব্যবসা

Auto Draft

দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র গনেশতলায় অবস্থিত হিমাচল আবাসিক হোটেলে পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত তিন মহিলাকে আটক করেছে। হোটেলটিতে দীর্ঘদিন যাবত অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে হোটেল সংলগ্ন গুলশান মার্কেটের দোকান মালিকরা দোকান বন্ধ রেখে হোটেল মালিককে গ্রেফতারের দাবি জানান। গুলশান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক জহির শাহ অভিযোগ করে জানান, এই হোটেলটিতে দীর্ঘদিন ধরে দিন-রাত ২৪ ঘণ্টা দেহ ব্যবসা চলে আসছে। ইতোপূর্বে এসব অসামাজিক কাজ বন্ধের দাবিতে গুলশান মার্কেটের সকল মালিক কর্মচারীরা শহরের মিছিল করে কোতোয়ালি পুলিশের কাছে লিখিত দাবি জানায়। সে সময় কয়েকদিন অসামাজিক কার্যকলাপ বন্ধের পর আবার আগের মতোই দেহ ব্যবসা শুরু করে ওই হোটেলটি।

Source: http://www.weeklysonarbangla.net/news_details.php?newsid=1923#

 

See also  চাঁদপুরে হোটেল শেরাটনে দেহ ব্যবসার অভিযোগে ওসি নাসিমের অভিযান