ঠাকুরগাঁওয়ে মেয়েকে দিয়ে রমরমা দেহ ব্যবসা, আটক ৩

ঠাকুরগাঁওয়ে মেয়েকে দিয়ে রমরমা দেহ ব্যবসা, আটক ৩

ঠাকুরগাঁওয়ে দেহ ব্যবসার জেরে তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, এক নারী তার নিজের মেয়েসহ যুবতীদের দিয়ে দীর্ঘদিন ধরে রমরমা দেহ ব্যবসা চালিয়ে আসছিল। এ ঘটনায় দণ্ডপ্রাপ্তরা হলো- সদর উপজেলার সালান্দর ইউপির আরাজী কৃষ্ণপুর ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকার আইয়ুব আলীর স্ত্রী সাথী আক্তার, তার মেয়ে ও পঞ্চগড় জেলার মরিয়ম আক্তার।

সম্প্রতি সদর উপজেলার সালান্দর ইউপির আরাজী কৃষ্ণপুর ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই কারাদণ্ড দেয়া হয়.

অভিযানে ঠাকুরগাঁও সদরের ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন নেতৃত্বে দেন। এ সময় প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেয়া হয়।

আব্দুল্লাহ আল মামুন জানান, ওই নারীর নিজ মেয়ে ও অন্য এলাকার যুবতীদের দিয়ে দেহ ব্যবসার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। সে সময় অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় দুজন পুরুষ পালিয়ে গেলেও মা মেয়েসহ তিন জনকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

See also  পাবনা আবাসিক হোটেল দেহ ব্যবসা লাইভ ভিডিও নিউজ । Pabna Abasik Hotel live Deho Bebsa News

অভিযানে ঠাকুরগাঁও সদর থানার পুলিশের একটি দল এবং সালান্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Source: https://www.manobkantha.com.bd/