চাঁপাইনবাবগঞ্জে আবাসিক হোটেলে অভিজান দেহ ব্যবসার অভিযোগে আটক ৩

চাঁপাইনবাবগঞ্জে আবাসিক হোটেলে অভিজান দেহ ব্যবসার অভিযোগে আটক ৩

চাঁপাইনবাবগঞ্জে উদয়ন মোড়ে মোসলেমা আবাসিক হোটেলে রমজান মাসেও জমজমাট ভাবে চলছে দেহ ব্যাবসা।স্থানীয় শুত্রে জানা যায় যে ২০০ থেকে ৩০০ টাকা দিলেই বহুরুপি মেয়ে পাওয়া যায় এই মোসলেমা আবাসিক হোটেলে,মঙ্গলবার আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটে পুলিশ অভিযান পরিচালনা করে উক্ত হোটেলে,অভিযান শেষে হোটেল থেকে একজন মহিলা,আর দুজন পুরুষকে আটক করা হয়। ঘটনাস্হলে আটককৃত ব্যাক্তিদের নাম জানা যায়নি।

মোসলেমা আবাসিক হোটেলের সামনে,স্হানীয় একজনের সাথে মোসলেমা হোটেলের দেহ ব্যবসা সম্পর্কে জানতে চাইলে বলেন,এই হোটেলে দীর্ঘ দিন থেকে দেহ ব্যবসা চলছে,এই হোটেলে ম্যানেজারের দায়িত্ব পালন করেন কামাল নামের এক ব্যক্তি। তিনি আরও বলেন যে কামালই এই ব্যাবসা পরিচালনা করে এবং মেয়ে সংগ্রহ করে হোটেলে দেহ ব্যাবসা করে।
সদর থানার ভারপ্রাপ্ত ওসি জানান,গোপন সংবাদ পেয়ে মোসলেমা আবাসিক হোটেলে অভিজান পরিচালনা করেন,একজন মহিলা আর দুজন পুরুষকে আটক করা হয়।এই বিষয়ে মডেল থানায় মামলা করা হয়েছে।

See also  মানিকগঞ্জ আবাসিক হোটেল নাকি পতিতালয় দেহ ব্যবসা । নামকরনের ইতিহাস । Manikjganj Deh Hotel vara