অসামাজিক কার্যকলাপ চলাকালে পাবনা শহরের আবাসিক হোটেল থেকে ১১ জন আটক

অসামাজিক কার্যকলাপ চলাকালে পাবনা শহরের আবাসিক হোটেল থেকে ১১ জন আটক

পাবনা শহরের একটি অভিজাত আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলাকালে হাতে নাতে ৫ জোড়া কপোত কপোতি ও হোটেল ম্যানেজারকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (০৮ নভেম্বর) দুপুরে শহরের মাসুম বাজারের ড্রীম প্যালেস নামের ওই হোটেলে পুলিশ অভিযান চালায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজানের নেতৃত্বে পুলিশের একটি দল ড্রিম প্যালেস হোটেলে অভিযান চালায়.

 

এ সময় হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশী চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় ৫ জুটিকে আটক করা হয়।

এদের মধ্যে বিভিন্ন কলেজ, বিদ্যালয়ের শিক্ষার্থী ও গৃহবধু রয়েছে।

পরে অসামাজিক কার্যকলাপের সুযোগ করে দেওয়ার অপরাধে হোটেল ম্যানেজার আতিয়ার রহমানকে আটক করা হয়।

এদিকে, দীর্ঘদিন ধরে হোটেল ড্রীম প্যালেসে চালিয়ে আসা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশী অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

See also  ঠাকুরগাঁও জেলা শিক্ষিকা ও মা-মেয়ের দেহ ব্যবসা আবাসিক হোটেল , নাম করনের ইতিহাস | Thakurgaon Deh Bebsa

উল্লেখ্য, শহরের বিভিন্ন আবাসিক হোটেলে দেহ ব্যবসা জমজমাটভাবে চললেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে সুধী মহলে।

Source:: https://newspabna.com/