অসামাজিক কর্মকান্ডের অপরাধে গাবতলীর হোটেল থেকে ১২ তরুন-তরুনী আটক

অসামাজিক কর্মকান্ডের অপরাধে গাবতলীর হোটেল থেকে ১২ তরুন-তরুনী আটক

গাবতলী বাসটার্মিনালে  অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত করে ১২ তরুণ-তরুণীকে আটক করে পুলিশ। সেই সঙ্গে এ ধরনের কাজে সহায়তা করার দায়ে যমুনা হোটেলের ম্যানেজাকেও গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ( ২৭ মে) গাবতলীর যমুনা, স্বাগতম ও হিমালয় ৩টি হোটেল অভিযান চালায় মিরপুর জোনের এডি সি লাখি আক্তার। এই সময় উপস্থিত ছিলেন দারুস সালাম থানার এ এস আই জাহাঙ্গীর। দীর্ঘদিন ধরে এই আবাসিক হোটেলগুলোতে অবৈধ কাজ চলে আসছিল এই সূত্রে বিকালে ৪টা নাগাদ অভিযান চালায় পুলিশ।

শহরের  বিভিন্ন হোটেলগুলোতে অবাধে চলছে রমরমা এ দেহ ব্যবসা। এর নেপথ্যে রয়েছে একটি প্রভাবশালী মহল। শহরের হোটেলগুলোর পাশাপাশি এ ব্যবসা চলে বিভিন্ন বাসা-বাড়িতেও। বিভিন্ন সময় অভিযান চললেও কমেনি এ অসামাজিক কর্মকান্ড। না কমার  মূল কারণ হচ্ছে প্রভাবশালীল প্রভাব।

Source:: https://www.alokitoprotidin.com/

See also  শরিয়তপুর জেলার দেহ ব্যবসা - Shariatpur District Deh Bebsa