অনলাইনে ছেলে পতিতা বা বয়ফ্রেন্ড ভাড়া করার ওয়েবসাইট গুলোর নাম লিস্ট ঠিকানা ও কত টাকা লাগবে জেনে নিন
ভারতের ওয়েবসাইট বা এপ লিস্ট
ভারতের মুম্বাইতে সম্প্রতি একটি নতুন স্মার্টফোন অ্যাপ নিয়ে আসা হয়েছে। অ্যাপটির নাম ‘রেন্ট এ বয়ফ্রেন্ড’। মানে এর মাধ্যমে একটি ওয়েবসাইট থেকে ভাড়ায় করা যাবে ছেলেবন্ধু। তাদের দাবি, হতাশা নিরাময় করার জন্যই ছেলেবন্ধু ভাড়া দেয়ার অ্যাপটি এনেছেন তারা।
পুনে ও মুম্বাইতে চালু হওয়া এই রেন্ট এ বয়ফ্রেন্ড বা আরএবিএফ অ্যাপটি ২৯ বছর বয়সী কৌশল প্রকাশের ব্রেইনচাইল্ড। তারই দাবি তিনি অ্যাপটি বানিয়েছেন হতাশা দূর করার উপায় হিসেবে। তার পুরো ধারণা একটি বিষয়ের উপরই দাঁড়িয়ে যে, সবাইকে একটি করে বয়ফ্রেন্ড দিয়ে দিলেই হতাশা পুরোপুরি নির্মূল হয়ে যাবে।
কত টাকা লাগবে ছেলে ভাড়া করতে ?
আরএবিএফের একটি টোলফ্রি নাম্বারও আছে, যেখানে হতাশায় আচ্ছন্ন যে কেউ ফোন করে নিজের কথা শেয়ার করতে পারবেন। সেজন্য ১৫-২০ মিনিটে তাকে গুণতে হবে ৫০০ টাকা।
বাংলাদেশের ছেলে ভাড়া করার ওয়েবসাইট বা এ্যাপ
বাংলাদেশে এখনও পর্যন্ত এমন কোন ওয়েবসাইট বা এ্যাপ নেই । যদি হয় তাহলে অবশ্যই আমরা তুলে ধরবো ।