হাটিকুমরুল গোলচত্ত্বরে নিউ জিকে আবাসিক হোটেলে চলছে অবাধে দেহ ব্যবসা

হাটিকুমরুল গোলচত্ত্বরে নিউ জিকে আবাসিক হোটেলে চলছে অবাধে দেহ ব্যবসা

সিরাজগঞ্জে সলঙ্গা থানার হাটিকুমরুল গোল চত্ত্বরে অবস্থিত নিউ জিকে আবাসিক হোটেলে অবাধে চলছে দেহ ব্যবসা| এ যেন দেখার কেউ নেই ! প্রসাসন নিরব! ফলে এসকল কারনে এলাকার পরিবেশ এখন চরম বিপর্যের মুখে । এ আবাসিক হোটেলে দুর-দুরন্ত থেকে আসা উঠতি বয়সের যুবক-যুবতির ব্যাপক আনাগোনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তেমনি ভাবে এ হোটেল কে তারা নিরাপদ মনে করে প্রতি দিন এবং রাত অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে । এতে যুব সমাজ এখন ধংসের দিকে| অনুসন্ধানে জানা যায় উল্লাপাড়া উপজেলার আব্দুল জব্বার হোটেল মালিক স্থানীয় প্রভাবশালীদের সাথে সখ্যত গড়ে তুলে নিরবে নির্ভীগ্নে চালিয়ে যাচ্ছে এই দেহ ব্যবসা । সমাজ বিরোধী এ কাজের বিরুদ্ধে স্থানীয় সচেতন মহল সোচ্চার হলে তাদেরকে আব্দুল জব্বার তার ভাড়াটে মাস্থান দিয়ে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করেন ফলে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না । গত বুধবার এলাকার সচেতন মহল হোটেল টিতে হানা দিলে সাথী নামের এক যুবতিকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরা পড়ে এবং হোটেল মালিক আব্দুল জব্বার তাকে সেখান থেকে পাশকাটিয়ে দেয়। এ ব্যপারে এলাকার সচেতন মহল অসামাজিক কার্যকলাপ বন্ধের এবং আব্দুল জব্বার এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রসাসনের হস্তক্ষেপ কামনা করেছে । এ ব্যপারে তার সাথে মুঠোফোন এ যোগাযোগ করলে তিনি জানান প্রসাসন কে মেনেজ করেই চলছে তার ব্যবসা। এ ব্যাপারে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ)(ওসি) তাজুল হুদার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

See also  শরিয়তপুর জেলার দেহ ব্যবসা - Shariatpur District Deh Bebsa

 

Source:  https://ctgcrimenews.com/