পাকশী আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

পাকশী আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী আবাসিক হোটেল থেকে তানভীর রায়হান (৪৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ আগস্ট) সকালে হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী এ তথ্য জানান।

নিহত তানভীর রায়হান ঢাকার খিলগাঁও পশ্চিম রামপুর এলাকার রায়হানুল হকের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বিভিন্ন জিনিস সরবরাহের ব্যবসা করতেন।

 

পাকশী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘গত ২২ জুলাই রাতে তানভীর পাকশী হোটেলটির দ্বিতীয় তলার ৪ নম্বর কক্ষে ওঠেন। শুক্রবার সকালে কক্ষটি পরিষ্কারের জন্য গেলে ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়া পাওয়া না গেলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তানভীরকে মৃত অবস্থা পড়ে থাকতে দেখে।’

See also  খাগড়াছড়ির যেসব আবাসিক হোটেলে অবৈধ দেহ ব্যবসা চলে | Khagrachari Abasik Hotel

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে তানভির অসুস্থ ছিলেন। হার্ট ব্লকসহ নানা রোগে ভুগছিলেন তিনি।

ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হতে পারে।

Source:: https://www.banglatribune.com/