নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ফ্ল্যাট বাসা থেকে দেহ ব্যবসার অভিযোগে আটক ৪

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ফ্ল্যাট বাসা থেকে দেহ ব্যবসার অভিযোগে আটক ৪

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ফ্ল্যাট বাসা থেকে দেহ ব্যবসার অভিযোগে আটক ৪

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ফ্ল্যাট বাসা থেকে দেহ ব্যবসার অভিযোগে তিন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তাদের বিরুদ্ধে মামলার পর পুলিশ বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

এরআগে সোমবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে ফতুল্লার ধর্মগঞ্জ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ধর্মগঞ্জের ভিতর পাকাপুল এলাকার নিলুফার বাড়ির ভাড়াটিয়া মনির হোসেনের স্ত্রী ডলি বেগম (৩৬) , ফতুল্লার বিসিক কলাবাগান এলাকার পান্নার বাড়ির ভাড়াটিয়া রাজ্জাক মিয়ার মেয়ে মুন্নী (২২), ধর্মগঞ্জ মাওলা বাজার এলাকার ফিরোজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল হকের মেয়ে হাসনা (২৩) ও ধর্মগঞ্জ কুট্টির বাড়ির ভাড়াটিয়া মৃত চান মিয়ার ছেলে আল আমিন (৩৩)।

ফতুল্লা মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহাদাত হোসেন জানান, ভাড়াটিয়া ডলি বেগম ফ্ল্যাট ভাড়া নিয়ে তরুণীদের নিয়ে দেহ ব্যবসা করে আসছিলেন। খবর পেয়ে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ডলিসহ চারজনকে আটক করা হয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই রাসেল শেখ বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। আটকদের আদালতে পাঠানো হয়েছে।

Source:: https://www.agaminews.com/country/news/12096

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*