নাটোরে আবাসিক হোটেলে খদ্দেরসহ পতিতা আটক

নাটোরে আবাসিক হোটেলে খদ্দেরসহ পতিতা আটক

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার আল আমিন আবাসিক হোটেল থেকে খদ্দেরসহ এক পতিতাকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো-উপজেলার বনপাড়া মহল্লার মৃত কলিমউদ্দিন পাঠানের ছেলে আবুল কালাম আযাদ (৩৫) ও চর নটাবাড়িয়া গ্রামের ফজল ইসলামের মেয়ে নাজমা খাতুন (৩০)। স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ বনপাড়া পৌর ভবন সংলগ্ন আল আমিন আবাসিক হোটেলে মালিকপক্ষ অবৈধভাবে দেহ-ব্যবসা চালিয়ে আসছিল। রবিবার দুপুরে স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে হোটেলে অভিযান চালিয়ে নাজমা ও আবুল কালাম আযাদকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।

বনপাড়া পুলিশ ফাঁড়ির এস আই দয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের নামে মামলা দিয়ে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Source: http://www.pnsnews24.com/news/towns/54973

See also  নাটোর আবাসিক হোটেল দেহ ব্যবসার ভিডিও,জেলার ইতিহাস অন্যান্য তথ্য | Natore Abasik Hotel