নওগাঁয় ৪ দেহ ব্যবসায়ী ও ২ খদ্দেরের জেল

নওগাঁয় ৪ দেহ ব্যবসায়ী ও ২ খদ্দেরের জেল

নওগাঁয় ৪ দেহ ব্যবসায়ী ও ২ খদ্দেরকে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার ডিবি পুলিশ শহরের চকদেব পাড়া মহল্লার হারুনুর রশিদের স্ত্রী ফেন্সী আকতার (৪০), জেলার সাপাহার উপজেলার কোচকুড়লীয়া গ্রামের জসিম উদ্দিন আল মামুনের স্ত্রী সাথী (২৫), একই উপজেলার চকগোপাল গ্রামের দছিম উদ্দিনের মেয়ে শিউলী (২৫) ও ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ছাপিলা গ্রামের আবুল হোসেনের মেয়ে তানিয়া আকতার (২০) এবং খদ্দের নওগাঁ শহরস্থ মাষ্টার পাড়া মহল্লার আব্দুল খালেকের ছেলে নাদিম (২৫) ও একই মহল্লার সাজ্জাদ হোসেনের ছেলে স্নেহ (২৩) কে আটক করে।

 

পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস দেহ ব্যবসার দায়ে ৪ নারীর ৩ মাস করে ও খদ্দের ২ জন কে ৬ মাস করে কারাদন্ড প্রদান করেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে নওগাঁ শহরস্থ চকদেব পাড়ার হারুনুর রশিদের স্ত্রী ফেন্সী আকতার বিভিন্ন এলাকা থেকে দেহ ব্যবসায়ী যুবতীদের সংগ্রহ করে ভ্রাম্যমান পতিতালয় গড়ে তুলে দাপটের সঙ্গে এ ব্যবসা চালিয়ে আসছিল। পুলিশ ফেন্সীর বাসায় অভিযানের সময় প্রতারণার কাজে ব্যবহৃত একাধিক সাদা নন জুডিশিয়াল ষ্ট্যাম্প ও যৌন উত্তেজক সামগ্রী উদ্ধার করে।

 

Source: http://m.u71news.com/article/28845/index.html

আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*