ঢাকা-জয়দেবপুর-ঢাকা ট্রেনের মাসিক টিকিট কেনার নিয়ম (Dhaka – Jaydebpur- Dhaka Monthly Train Ticket)

ঢাকা-জয়দেবপুর-ঢাকা ট্রেনের মাসিক টিকিট কেনার নিয়ম (Dhaka – Jaydebpur- Dhaka Monthly Train Ticket)

ঢাকা-জয়দেবপুর-ঢাকা পথে যারা নিয়মিত যাতায়াত করেন তাদের জন্য মাসিক টিকেট এর ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ ১লা জুন হতে এই টিকেট পাওয়া যাচ্ছে।

রুট: ঢাকা-জয়দেবপুর-ঢাকা

ইস্যুর সময়: প্রতি মাসের ১- ৫ তারিখ।
মাসিক টিকেট এর মূল্য: ১৫০০/-
টিকেট নিতে যা লাগবে: ১ম মাসে এনআইডি/ জন্ম নিবন্ধন, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি এবং ঢাকা স্টেশনমাস্টার বরাবর লিখিত আবেদনপত্র। সাথে রেজিস্ট্রেশন ফি ২০ টাকা।
টিকেট সংগ্রহের সময়: প্রতিদিন ৭:০০ – ২০:০০।
টিকেট সংগ্রহের কাউন্টার: ১৩ নং কাউন্টার (ঢাকা স্টেশন)।

খেয়াল রাখতে হবে যে,

* মাসিক টিকেট দিয়ে ঢাকা-জয়দেবপুর-ঢাকা পথে সরকারি ব্যবস্থাপনায় চলাচলকারী সকল আন্তঃনগর, লোকাল, মেইল ও এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করা যাবে। তবে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত কমিউটার ট্রেন (বলাকা, জামালপুর, দেওয়ানগঞ্জ, মহুয়া, রাজশাহী/ঢাকা কমিউটার, কর্ণফুলী, তিতাস) এবং আন্ত:নগর বনলতা, সোনার বাংলা ও সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করা যাবে না।

* জয়দেবপুর স্টেশন হতে মাসিক টিকেট পাওয়া যাবে না।

* মাসিক টিকেট কোন আসনযুক্ত টিকেট নয়। এটা স্ট্যান্ডিং টিকেট। ট্রেনের ননএসি শ্রেণিতে (শোভন/শোভন চেয়ার) ভ্রমণের জন্য এই টিকেট। এটা নিয়ে উচ্চশ্রেণিতে ভ্রমণ করলে রেলওয়ে আইন অনুযায়ী ভাড়া ও জরিমানা আদায় করা হবে।

See also  ঈশ্বরদী টু যশোর (Iswardy to Jashore Train Schedule) ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা