কলকাতায় যেভাবে পুরুষ বা ছেলে পতিতা ভাড়া করে মেয়েরা (রমরমা পুরুষ পতিতা ব্যবসা)

কলকাতায় যেভাবে পুরুষ বা ছেলে পতিতা ভাড়া করে মেয়েরা (রমরমা পুরুষ পতিতা ব্যবসা)

তাছাড়াও থাকা-খাওয়ার সুবিধা ও আয় করে প্রতিষ্ঠিত হতে পারবেন সহজেই। আবার হাইপ্রোফাইল নিঃসঙ্গ সুন্দরী মহিলাদের সঙ্গে বোল্ড রিলেশন করেও আয় করতে পারবেন অনেক টাকা।

হ্যা, কলকাতায় পুরুষদের জন্য এ এক নতুন পেশা চালু হয়েছে। ওই পেশাদারদের পোশাকি নাম জিগোলো , সব মিলিয়ে বাংলাবাজার জুড়ে এখন জিগোলোদেরই রমরমা।

কলকাতায় চলছে পুরুষ পতিতা- এ এক এমন পেশা , যেখানে আপনার জীবনকে আরও রঙিন ও সৌন্দর্যময় করতে ২৫ থেকে ৪০ বছরের সুন্দরী মহিলাদের সঙ্গে পার্টি, ভ্রমনের সুযোগ থাকছে।

খবরটি কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমে ফ্রেন্ডশিপ ক্লাব নামে বিজ্ঞাপন বা কোথাও কোথাও এসকর্ট সার্ভিসের কথাও উল্লেখ করা হয়েছে। কিন্তু মূলত তা যৌন ব্যাবসাকেই বুঝায়।

 

জানা যায়, কলেজছাত্র থেকে শুরু করে বেকার যুবক , ব্যবসায়ী, চাকরিজীবী থেকে শুরু করে কর্পোরেট কালচারে অভ্যস্ত পেশাদার অন্য ওই পেশার সঙ্গে যুক্ত হচ্ছেন ।

আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*