আঙ্গুল দেখে লিঙ্গের বা পেনিসের সাইজ জানার উপায়

আঙ্গুল দেখে লিঙ্গের বা পেনিসের সাইজ জানার উপায়

যে কোনও পুরুষের তর্জনী উচ্চতা থেকেই বোঝা যায় সংশ্লিষ্ট ব্যক্তির যৌনাঙ্গের মাপ। তর্জনীই একমাত্র আঙুল, যা যৌনাঙ্গের উচ্চতা বাতলে দেয়। যদি রিং ফিঙ্গারের চেয়ে তর্জনী ছোট হয়, সেই ব্যক্তির লিঙ্গ সাধারণত বড় হয়।

আপনি কাউকে না-ই চিনতে পারেন। কিংবা সদ্য আলাপ হয়েছে। অথবা ডেট করবেন ঠিক করেছেন। মানুষটিকে চিনবেন কী ভাবে? না, মেলামেশা না-করেও একটি মানুষকে স্রেফ দেখেই চেনা যায়। আসলে মানুষের প্রত্যেকটি অঙ্গ-প্রতঙ্গ, গলার আওয়াজ– সব সিক্রেট বলে দেয় এক মুহূর্তে। যেমন, তর্জনী উচ্চতা বলে দেয় পুরুষের গোপনাঙ্গের মাপ।

গলার স্বর

জানেন কি, গলার স্বর আপনার উচ্চতা বলে দিতে পারে। যেমন ধরুন, ফোনের ওপারে কেউ আপনার সঙ্গে কথা বলছে। আপনি স্রেফ আওয়াজ শুনেই বুঝে যাবেন, ওই ব্যক্তির হাইট বা উচ্চতা। কী ভাবে? ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, যাঁদের গলার স্বর খানিকটা সরু, তাঁরা সাধারণত লম্বা হন। কারণ, উচ্চতা যত বাড়ে, গলার স্বরের ভল্যুম তত কমে।

তর্জনী (ইনডেক্স ফিঙ্গার)

যে কোনও পুরুষের তর্জনী উচ্চতা থেকেই বোঝা যায় সংশ্লিষ্ট ব্যক্তির যৌনাঙ্গের মাপ। তর্জনীই একমাত্র আঙুল, যা যৌনাঙ্গের উচ্চতা বাতলে দেয়। যদি রিং ফিঙ্গারের চেয়ে তর্জনী ছোট হয়, সেই ব্যক্তির লিঙ্গ সাধারণত বড় হয়।

চোখ

চোখ দেখেই বোঝা যায় আপনি কতটা বুদ্ধিমান। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে, যাদের চোখের মণি উপর শিরা-উপশিরা অনেকটা দেখা যায় বা বিস্তৃত, তাদের IQ লেভেল খুব খারাপ।

দাঁত

মার্কিন গবেষকদের সাম্প্রতিক গবেষণা বলছে, কোনও মানুষের কিছু চিবনো দেখেই বলে দেওয়া যায় সে স্মৃতিভ্রংশে আক্রান্ত হতে পারে কিনা। যাদের চিবনোর ক্ষমতা কম, তাদের স্মৃতিভ্রংশের ঝুঁকি বেশি।

আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*