রাবিতে ‘আপত্তিকর’ অবস্থায় বহিরাগত ২৭ শিক্ষার্থী আটক

রাবিতে ‘আপত্তিকর’ অবস্থায় বহিরাগত ২৭ শিক্ষার্থী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘অপ্রীতিকর’ অবস্থায় ২৭ বহিরাগত শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। সোমবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বর, বধ্যভূমিসহ বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করা হয়। 

জানা গেছে, আটককৃতদের মধ্যে ১৬ জন ছেলে ও ১১ জন মেয়ে। তারা নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বহিরাগত শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করছে। যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির সঙ্গে যায় না। আজকে অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ক্যাম্পাসে এসে এ ধরনের কাজ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রক্টরিয়াল টিম সর্বদা প্রস্তুত রয়েছে।

জানতে চাইলে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ক্যাম্পাসে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক কিছু বহিরাগত ছেলে-মেয়েকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Source:: Dhaka post

 

See also  কক্সবাজার হোটেল–মোটেল জোনের রিসোর্টে নারী পর্যটককে ধর্ষণ